সালাম দিয়ে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে আজ শুক্রবার এ-সংক্রান্ত খবর জানানো হয়েছে।
এ সময় রমজান উপলক্ষে মুসলিমদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান ট্রুডো। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এ বছরের রমজান হবে সম্পূর্ণ আলাদা।’
কানাডার প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কানাডার মুসলিমরা সব সময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে অবদান রাখছেন এবং এ মাসেও এর ব্যতিক্রম হবে না।’
ট্রুডো জানান, প্রবীণদের খাদ্য সহায়তার জন্য বিভিন্ন সংস্থা এরই মধ্যে সহযোগিতা শুরু করেছে। তিনি বলেন, ‘আমি স্বীকৃতি দিতে চাই সেইসব গুরুত্বপূর্ণ কর্মীকে, যাঁরা রোজা রেখেও আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া আমাদের সবাইকে নিজেদের জন্য কাজ করে যাওয়া প্রয়োজন।’
ট্রুডো আহ্বান জানিয়ে বলেন, ‘এ বছর বাসায় থেকে রোজা পালন করুন। মসজিদ বা কমিউনিটি সেন্টারে বন্ধুদের সঙ্গে ইফতার না করে অনলাইনে যুক্ত হন।’
এবারের রমজান স্বাভাবিক সময়ের চেয়ে ভিন্ন হবে জানিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ‘কেনাকাটার জন্য সপ্তাহে একবার বাইরে যান। যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখুন।’
ভিডিওতে স্ত্রী সোফিয়া ও পরিবারের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ রমজান পালনের শুভেচ্ছা জানান জাস্টিন ট্রুডো।