করোনাভাইরাসনগরজীবন

সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তা করোনায় মারা গেলেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবু সাঈদ নামে সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মুসতাক কামাল তুহিন।তিনি বলেন, অবস্থার অবনতি হলে সোমবার দিনগত রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা ও পিতাকে রেখে গেছেন।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সাঈদ গত সপ্তাহে অফিস করেছেন। সাধারণ ছুটির সময় লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর তিনটি শাখা পরিদর্শন করে ক্লিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠকও করেছেন।

এর আগে ২৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরেক কর্মকর্তা (প্রধান মানবসম্পদ কর্মকর্তা) মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =

Back to top button