ক্রিকেটখেলাধুলা

সিপিএলে ভারতের ৪৮ বছর বয়সী লেগস্পিনারের ইতিহাস

নিজের বর্ণিল ক্যারিয়ারে আরেকটি অর্জন যোগ করলেন ভারতের ৪৮ বছর বয়সী লেগস্পিনার প্রবীণ তাম্বে। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টিতে। এর মাধ্যমে সিপিএলে খুলে গেলো ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন এক দরজা।

বুধবার রাতে সেইন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের মূল একাদশে সুযোগ পেয়েছিলেন তাম্বে। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন, তাতে ১৫ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। তাই পরের ম্যাচে আবার সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েই গেছে।

প্রবীণ তাম্বের আগে সিপিএল খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার সানি সোহাল। ডেকান চার্জাস, কিংস এলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলও খেলেছেন সানি। তবে ২০১৮ সালের সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলার আগে তিনি নাম লিখিয়েছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে।

যার ফলে সানি নয়, সিপিএল খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন তাম্বেই। ২০১৩ সালে ৪১ বছর বয়সে প্রথমবারের মতো আইপিএলে খেলেছিলেন তাম্বে। তার আগপর্যন্ত সিনিয়র লেভেলে কোনো ক্রিকেট খেলেননি তিনি। আইপিএলে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়ার রেকর্ডটা তারই দখলে।

পরে ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হন তাম্বে। যার ধারাবাহিকতায় একই বছর মুম্বাইয়ের রঞ্জি দলেও জায়গা পেয়ে যান তিনি। তবে সিপিএল খেলার জন্য ভারতের ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছে তাকে। কেননা ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে অন্য দেশের লিগে খেলার নিয়ম রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =

Back to top button