আন্তর্জাতিক
সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ২৮
সিরিয়ায় বাসে সশস্ত্র হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলা ইসলামিক স্টেট (আইএস) চালিয়েছে। খবর নিউ এএফপির।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানাচ্ছে, বুধবার আইএস সন্ত্রাসী গোষ্ঠী পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে এই হামলা চালায়।
সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, সন্ত্রাসী হামলাটি দেইর আল-জুর প্রদেশের কাবাজেব শহরে একটি বাসকে লক্ষ্য করে হয়েছে। প্রাথমিকভাবে ২৮ নিহত ও ১৩ হন আহত হয়।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও আরও কয়েকটি সোর্স জানিয়েছে, ওই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী। সিরিয়ান অবজারভেটরির দাবি, বাসটি সিরিয়ান সেনাদের বহন করছিল। ওই হামলায় সিরিয়ার ৩৭ সেনা নিহত হয়েছে।