করোনাভাইরাসনগরজীবন
সিলেটের মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শ্যামা হকের রিপোর্ট পজেটিভ আসে।
শ্যামা হকের করোনা পজেটিভের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইমন কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হন। এরপর থেকে মেয়র আরিফুল হক চৌধুরী সহ তার পরিবারের লোকজন কোয়ারেন্টিনে রয়েছেন।
ওই সময় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। এদিকে- করোনা পজেটিভ এলেও শ্যামা হক সুস্থ রয়েছেন। তিনি নিজ বাসাতেই রয়েছেন।