Lead Newsকূটনীতি

সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের জন্যই দুঃখেরঃ ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাস্বামী বলেছেন সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের জন্যই দুঃখের, এই সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনা এবং তিস্তাসহ অন্যান্য দ্বিপক্ষীয় সমস্যাসমূহ দ্রুত সমাধানে কাজ করা হবে ।

বৃহস্পতিবার (৮ অক্টোম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দেয়ার পর গুলশানে ইন্ডিয়া হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাস্বামী বলেন, ভারতে কোভিড ভ্যাকসিন আসামাত্রই স্বল্পতম মূল্যে সেটি বাংলাদেশ চাইলে নিতে পারবে। তিনি আরো বলেন, সীমান্ত হত্যাকাণ্ড অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় । এটি দুই দেশের জন্যই দুঃখের। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার।’ তিনি আরো বলেন, ‘তিস্তাসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়গুলো সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’

প্রায় ৪০ মিনিটব্যাপী সংবাদ সম্মেলনে বিক্রম দোরাস্বামী তার লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ সব সময় ভারতের অত্যন্ত বিশেষ অংশীদার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশকে ভারত সর্বোচ্চ স্তরের গুরুত্ব দেয় এবং এটি কখনোই হ্রাস পাবে না। আমাদের অংশীদারিত্বের উৎস পারস্পরিক শ্রদ্ধা।’

হাইকমিশনার আরো বলেন, ‘সামাজিক সূচকে উল্লেখযোগ্য উন্নতির জন্য বাংলাদেশ আজ সমানভাবে সম্মানিত। একইভাবে দক্ষিণ এশিয়ার দ্রুততম গতিতে আপনাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আমরা অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সাফল্য বা ক্রিকেট পিচে টাইগারদের অপ্রতিরোধ্য মনোবল যা-ই হোক না কেন, সারা বিশ্ব বাংলাদেশকে নতুন সম্মানের সঙ্গে দেখছে বলে তিনি মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Back to top button