করোনাভাইরাসের কারণে দফায় দফায় বৃদ্ধি পাওয়া সরকারি ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামি ৩০ মে। সেদিন থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রকার অফিস খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। এমন নির্দেশনার পরিপ্রেক্ষিতে সীমিত পরিসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খোলার কথা ভাবছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। বিসিবি খোলার ব্যাপারে তিনি বলেন, ‘সীমিত পরিসরে বিসিবি খুলে দেয়া যায় কিনা এ বিষয়ে আমাদের মাঝে আলাপ আলোচনা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
জালাল ইউনুস আরো বলেন, ‘আপাতত স্বল্প পরিসরে অফিস খোলা নিয়েই আলোচনা হচ্ছে। সিইও (নিজামউদ্দিন চৌধুরী) পরিকল্পনা করছে কিভাবে কি করা যায়। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তারা সবকিছু ঠিক করবেন।’
এর আগে বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২২ মার্চ থেকে বিসিবি কার্যালয় বন্ধ করা হয়। এর পর থেকে বাসা থেকেই দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন বিসিবি কর্তারা।