সুস্থ হলেন ১৪৭ পুলিশ সদস্য
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আরো ১৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় সংক্রমিত পুলিশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৫৯৪ জন।
আজ রোববার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, এখন পর্যন্ত মহামারি এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন পুলিশ সদস্য। বিপরীতে সুস্থ হওয়ার সংখ্যাটা তুলনামূলক বেশি। এখন পর্যন্ত সেই সংখ্যাটা ১৪৭ জন।
যারা সুস্থ হয়েছেন, তাদের সবাইকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২ হাজার ৮৭০ জন পুলিশ সদস্যকে। করোনা সন্দেহে ১ হাজার ৮৯ জন পুলিশকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট সংক্রমিত পুলিশ সদস্যের মধ্যে ৭৪৫ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য। তাদের সবার দেখভালের জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে দেশে গত একদিনের ব্যবধানে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময়ে দেশে আক্রান্ত হিসেবে ৮৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৬৫৭ জন। একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১৪ জনের। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৮ জন।
একদিনের ব্যবধানে দেশে আরো ২৩৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ৬৫০ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।