এর আগে এক দফা পরীক্ষা হয়েছিল দুই দলের। ফাইনালের আগে শ্রীলঙ্কার সঙ্গে লড়াইয়ে হেরেছিল বাংলাদেশ। তবে স্বর্ণপদকের লড়াইয়ে দারুণ জয় পেয়েছে লাল-সবুজের দল। সাত উইকেটের দারুণ জয়ে চলমান এসএ গেমসে আরেকটি স্বর্ণ-সাফল্য পেয়েছে বাংলাদেশ।
সোমবার নেপালের কার্তিকপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা মাত্র ১২২ রান করে। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দলকে দারুণ সূচনা এনে দেন। ওপেনিংয়ে ৪৪ রানের জুটি গড়েন তাঁরা। সৌম্য ২৮ বলে ২৭ ও সাইফ ৩০ বলে ৩৩ রান করেন।
পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণ একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তিনি ২৮ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন।
এর আগে শ্রীলঙ্কাকে ১২২ রানে আটকে রাখতে দারুণ ভূমিকা রাখেন হাসান মাহমুদ। তিনি ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট পেয়েছেন। আর ১৮ রানে এক উইকেট পান মেহেদী হাসানের। নিয়ন্ত্রিত বোলিং করেছেন সুমন খানও, মাত্র ১৬ রানে ১ উইকেট তাঁর। সবচেয়ে অভিজ্ঞ সৌম্য করেছেন সবচেয়ে বাজে। ৪ ওভার বল করে ৩২ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন এই ওপেনার।
এর আগে নির্ধারিত চার ম্যাচের তিনটিতে জয় পায় বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে এক ধাপ এগিয়ে থেকে চার ম্যাচের চারটিতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ৮ পয়েন্ট নিয়ে তারাও এক ম্যাচ হাতে রেখে ফাইনালের টিকেট পায়। অন্যদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে নেপাল, মালদ্বীপ ও ভুটান খুব একটা সুবিধা করতে পারেনি।
এর আগে গতকাল রোববার এই শ্রীলঙ্কার কাছেই শোচনীয় পরাজয় বরণ করে বাংলাদেশ। ৯ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। আর আজ এই শ্রীলঙ্কার বিপক্ষেই স্বর্ণ জয়ের লড়াই। কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের পক্ষে।
অন্যদিকে, গতকাল নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে চমক দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বর্ণ জয় করেছে তারা। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। রান কম হলেও বাংলাদেশের বোলিং তোপে ৯ উইকেটে ৮৯ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ২ রানের জয় পায় লাল-সবুজের দল। সেইসঙ্গে নিশ্চিত করে স্বর্ণ জয়।