সোমালিয়া থেকে সম্পূর্ণরুপে সেনা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
প্রতিশ্রুতি মোতাবেক আফ্রিকার দেশ সোমালিয়া থেকে মার্কিন সেনা সম্পূর্ণরুপে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মার্কিন আফ্রিকা কমান্ড (আফ্রিকম)।
আফ্রিকমের মুখপাত্র ক্রিস্টোফার কর্নস বলেন, গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে যেন সেনা প্রত্যাহার করে নেয়া হয়। তার আদেশের সময়সীমার আগেই সেনাদের পুনর্বাসনের কাজ শেষ করা হয়েছে। এখন সোমালিয়ায় খুব সীমিত সংখ্যক সৈন্যের উপস্থিতি আছে।
তার দেশ ভবিষ্যতেও সোমালি বাহিনীর সঙ্গে কাজ করবে এবং জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে চাপ বজায় রাখবে, যোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নজর এখনো ভালোভাবেই আল-শাবাবের ওপর স্থির এবং কেন্দ্রীভূত আছে জানিয়ে ক্রিস্টোফার কর্নস জোর দিয়ে বলেন, আমাদের পরীক্ষা করা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটন নিশ্চিত করেছে যে, এখানে থাকা তাদের বেশিরভাগ সেনা সদস্যকে কেনিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে নিয়োগ দেয়া হবে।
অবশ্য সোমালিয়া থেকে প্রত্যাহার করা মার্কিন সেনাদের কোথায় স্থানান্তরিত করা হয়েছে, সে ব্যাপারে আফ্রিকমের এই মুখপাত্র কিছুই জানাননি।