সৌদিতে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করছে, তারা শনিবার সৌদি আরবের বেশক’টি শহরে ১৪টি ড্রোন হামলা চালিয়েছে। হামলার শিকার স্থানগুলোর মধ্যে জেদ্দায় অবস্থিত দেশটির বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনাও রয়েছে।
অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন কোয়ালিশনও ইয়েমেনের ১৩টি স্থানে আক্রমণ চালিয়েছে।
হুথি মিলিটারির মুখপাত্র ইয়াহইয়া সারি শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, তারা জেদ্দায় অবস্থিত আরামকোর রিফাইনারিসহ রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান ও নাজরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
তিনি বলেন, ইয়েমেনে সৌদি আরব কোয়ালিশন কর্তৃক চলমান আগ্রাসন এবং সংঘটিত অপরাধ ও অবরোধের জবাবে এসব হামলা করা হয়েছে।
হুথিদের হামলার ব্যাপারে সৌদি জোটের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শনিবার ইয়েমেনের রাজধানী সানা, সাদা ও মারিব প্রদেশের বিভিন্ন অস্ত্রভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন যোগাযোগ ব্যবস্থায় আঘাত করেছে।
জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ সংঘর্ষে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
সূত্র : আলজাজিরা