সৌদির মরুভূমিতে সেজদারত নিখোঁজ ব্যক্তির লাশ (ভিডিওসহ)
নিখোঁজ হওয়ার তিনদিন পর মরুভূমি থেকে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে সেজদারত অবস্থায় পাওয়া যায়। সেজদারত অবস্থায়ই ওই ব্যক্তির মৃত্যু হয়। গত রেববার সৌদি আরবের রিয়াদে ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ওয়াদি আল দাওয়াসির এলাকার বাসিন্দা ধুওয়াইহি হামুদ আল আজালিন (৪০) নিখোঁজ ছিলেন গত বৃহস্পতিবার থেকে। এরপর টানা তিনদিন তার সন্ধান করা হয়। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে।
অবশেষে রোববার সকালে সেজদারত অবস্থায় মৃত হামুদ আল আজালিনকে উদ্ধার করা হয় মরুভূমি থেকে। তবে কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি।
নিখোঁজ আল আজালিন তার গাড়িসহ নিখোঁজ হয়েছিলেন। কোথাও তাকে না পেয়ে পুলিশ মরুভূমিতে অভিযান চালান। একপর্যায়ে তাকে বালুর ভিতর সেজদারত অবস্থায় মৃত হিসেবে দেখতে পায় পুলিশ। মরদেহর পাশেই ছিল তার গাড়িটি। তাতে কিছু কাঠ ও লাকড়ি ছিল।