Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য করোনায় আক্রান্ত

সৌদি রাজপরিবারের অন্তত ১৫০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, রাজপরিবারের দূর সম্পর্কের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছে।

সৌদি রাজপরিবারের সদস্যদের মধ্যে রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আবদুল আজিজ আল সৌদ করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

বাদশাহ ফয়সাল হাসপাতালের দুজন চিকিৎসক এবং রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট দুই সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। প্রিন্স ফয়সাল সৌদি বাদশাহ সালমানের ভাইয়ের ছেলে।

এদিকে সৌদি বাদশাহ সালমান (৮৪) জেদ্দা শহরের নিকটবর্তী লোহিত সাগরের একটি দ্বীপে নিজেকে আলাদা রেখেছেন। অন্যদিকে তাঁর ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৪) মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে একই উপকূলের আরেকটি এলাকায় অবস্থান করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + sixteen =

Back to top button