স্কুলের পাঠ্যক্রমে বড় পরিবর্তন; শিশুদের অন্য ধর্মের শিক্ষাও দেয়া হবে
স্কুলের পাঠ্যক্রমে বর্তমান সরকার বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এই পরিবর্তনের অন্যতম বড় অংশজুড়ে থাকবে ধর্মশিক্ষা।
“আমরা চাই, এক ধর্মের শিশু অন্য ধর্ম সম্পর্কেও কিছুটা জানুক। অন্য ধর্মে যে নীতি-নৈতিকতার কথা বলা আছে, সেটা জানতে পারলে ওই ধর্ম সম্পর্কে শিশুর মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হবে না।”
সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপেপার বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর অতিথি হয়ে এক আলোচনায় যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তাঁর মতে, একটা শিশু অবশ্যই তার নিজের ধর্ম পালন করবে এবং একইসাথে অন্য ধর্ম সম্পর্কে জানবে। এতে কোনো সমস্যা দেখি না।
তিনি মনে করেন, ধর্মের মূল জায়গাটা হলো নৈতিকতা। আমরা এই জায়গাটাতে জোর দিতে চাই। কিন্তু পরমতসহিষ্ণুতা বলে আরেকটি বিষয় আছে, এটাও অনেক জরুরি। অন্য ধর্মের ব্যাপারে আমাদের অজ্ঞতা অসহিষ্ণু করে তোলে। শিশুরা যদি ছোটবেলাতেই অন্য ধর্ম সম্পর্কে জানতে পারে তাহলে ভুল বুঝাবুঝি নিয়ে সে বড় হবে না।