খেলাধুলাফুটবল

স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ লিগে হেভিওয়েটদের পরাজয়ের রাত

ইউরোপিয়ান ফুটবলের ক্ষেপাটে এক ‘সুপার সানডে’ দেখল ফুটবল বিশ্ব। বিকেলের দিকে ফ্রেঞ্চ লিগে পিএসজির প্রথম হার দিয়ে শুরু। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফেভারিট ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের ম্যাচ যখন চার গোলের রোমাঞ্চ ছড়াল তখন লা লিগায় হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এখানেই শেষ নয়। জার্মান বুন্ডেসলিগায় ভেঙে পড়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের দেয়াল।দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচ শেষ হয় চার গোলের উত্তেজনা ছড়িয়ে।

মুখোমুখি লড়াইয়ের ম্যাচে উত্তাপ থাকাটা স্বাভাবিক। তবে অ্যানফিল্ডে লিভারপুলের দর্শকের সামনে এমন জমজমাট হবে ম্যাচ এটা হয়তো অনেকে ভাবেননি।

প্রথমার্ধ গোলশূন্যে হওয়ার পর দ্বিতীয়ার্ধে সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল। ফিল ফোডেনের গোলে সমতায় ফেরে সিটি। ম্যাচের রঙ বদলে যায় মোহাম্মেদ সালাহর একক নৈপুণ্যের গোলে। তখন সময় ৭৬ মিনিট। গ্যালারিতে যখন লিভারপুল দর্শকদের উৎসবের প্রস্তুতি চলছে তখন তাদের থমকে দেন কেভিন ডি ব্রুইনা।

সালাহর পাঁচ মিনিট পর গোল করে সিটিকে সমতায় ফেরান এই বেলজিয়ান। শেষ পর্যন্ত ২-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হলে পয়েন্ট ভাগাভাগির স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এতে ক্ষতিটা সিটিরই বেশি হয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল নেমে এসেছে দুইয়ে। আর এক পয়েন্ট কম নিয়ে সিটি তিনে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

একই সময়ে লা লিগায় পয়েন্ট তালিকার তলানির দল এসপানিওলের কাছে ২-১ গোলে ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার হারের পরদিন স্বস্তিতে থাকা চিরপ্রতিদ্বন্দ্বিরা খুইয়েছে পুরো তিন পয়েন্ট। এসপানিওলের টমাস রাউল ও আলেইশ ভিদালের দুই গোলের একটি ফিরিয়ে দেন রিয়ালের কারিম বেনজেমা।

হারের পরও পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করে আছে রিয়াল। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট লস ব্লাঙ্কোসের। একই পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে বার্সা আছে নয়ে।

জায়ান্টদের পতনের দিনে হেরেছে বায়ার্ন মিউনিখ। ২-১ গোলে ম্যাচ জিতে তাদের প্রথম হারের স্বাদ দিয়েছে পয়েন্ট তালিকার নিচে থাকা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 1 =

Back to top button