সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে বুধবার দিবাগত মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরিবহন মালিক ও শ্রমিকরা।
বাংলাদেশ ট্রাক- কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে ধানমণ্ডিতে নিজ বাসভবনে দীর্ঘসময় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ঘোষণার কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা তাদের নয় দফা দাবির বিষয়টি বিবেচনা করছি। লাইসেন্সের ব্যাপারে তাদের দাবি অনুযায়ী তাদেরকে আগামী ৩০ জুন পর্যন্ত বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।’
‘তবে এর পরে তাদেরকে যথাযথ লাইসেন্স ব্যবহার করতে হবে। হালকা যানবাহনের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কাউকে ভারী যানবাহনের লাইসেন্স হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না,’ যোগ করেন তিনি।
ধর্মঘট পালনকারীদের অন্যান্য দাবিও বিবেচনাধীন রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেগুলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে জানানো হবে।
প্রসঙ্গত, সারাদেশে তীব্র আন্দোলনের প্রেক্ষিতে তৈরি হওয়া নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছিলেন পরিবহন মালিক শ্রমিকরা। ফলে দেশব্যাপী যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
চলমান সমস্যার নিরসনে বুধবার রাত ৯টার দিকে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যা মধ্যরাত পর্যন্ত চলে।
বৈঠকে ঐক্য পরিষদের রুস্ত আলী খান, যুগ্ম আহ্বায়ক হাজী মগবুল আহমেদ, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোহাম্মাদ তোফাজ্জল হোসেন মজুমদার, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সূত্র: ইউএনবি)