Lead Newsজাতীয়

স্বাস্থ্যবিধি মেনে আরও ১৩ জোড়া ট্রেন চালু

আগের ১৭ জোড়ার সাথে রবিবার সকাল থেকে আরও ১৩ জোড়া ট্রেন ঢাকার বাইরে বিভিন্ন রুটে চলাচল শুরু হয়েছে।

রেলপথ সূত্রে জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে প্রথমে ১৭ জোড়া ট্রেন চালু করে রেল মন্ত্রণালয়। আজ থেকে আরও ১৩ জোড়া নিয়ে মোট ৩০ জোড়া ট্রেন চলছে । 

আজ চালু হওয়া ১৩ জোড়া ট্রেন হলো – ঢাকা-সিলেট-ঢাকা রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে হাওড়া এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস, গোবরা-রাজশাহী-গোবরা রুটে টঙ্গীপাড়া এক্সপ্রেস।

ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে জামালপুর কমিউটার ট্রেন চালানো হবে।

এদিকে সকালে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন। 

এসময় তিনি যাত্রীদের দূরত্ব বজায়া রেখে স্বাস্থ্যবিধি মেনে রেল চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়ার কথা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 12 =

Back to top button