Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্যমন্ত্রী: সঠিক সিদ্ধান্তের কারণেই করোনা রোগী তুলনামূলক কম

যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণেই বাংলাদেশে এখনো করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা কম বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেজন্যই প্রথম শনাক্তের ৪৪ দিন পরও রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স ও আমেরিকা থেকে বহুগুণ কম।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে ৪৪ দিন পর লাখ লাখ মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। অথচ বাংলাদেশে ৪৪ দিন পর সংক্রমণের সংখ্যা মাত্র ৩ হাজার ৭৭২ জন। অর্থাৎ প্রতিদিন এই সংখ্যাটা এখনো ৩০০-৪০০ এর ঘরে রয়েছে।

স্বাস্থ্য খাতের যথাসময়ে উদ্যোগ গ্রহণ করার কারণেই আক্রান্তের সংখ্যা কম রাখা সম্ভব হয়েছে দাবি করে তিনি বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মীদের জীবন বাজি রেখে লড়াই করা, স্বাস্থ্য খাতের যথাসময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ এবং সরকারি নির্দেশনা মেনে জনগণের সচেতনতা বৃদ্ধির কারণেই এখনো করোনা মহাবিপর্যয়ে পৌঁছেনি।

দেশের বর্তমান চিত্রটি আরো কিছুদিন ধরে রাখা গেলে এই মহামারিকে রুখে দেয়া সম্ভব দাবি করে মন্ত্রী বলেন, কারো সমালোচনায় হতাশ হওয়া যাবে না। বরং সবাইকে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সরকারের প্রতিটি নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Back to top button