করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটিস্ক্যান করানোর জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন খালেদা জিয়া।
এর আগে রাত সাড়ে আটটায় বেগম জিয়ার গুলশানের বাসায় যান চিকিৎসকরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যান তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. আব্দুল্লাহ আল মামুন।
রাতে হাসপাতালে থাকার প্রস্তুতি
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে এভারকেয়ার হাসপাতালে রাখা হতে পারে।বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
তবে সবকিছু নির্ভর করছে চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
এর আগে রাত ১০টায় তিনি হাসপাতালে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।