Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করলে নিয়ন্ত্রণে থাকবে করোনা: ডব্লিউএইচও

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগের উপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

ডব্লিউএইচওর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘চিকিত্সা ও বিজ্ঞানের চেয়ে অনেক বেশি হলো জনস্বাস্থ্য। আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করি তবে অনেক কিছুই আশা করতে পারি। আমরা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারি এবং সময়ের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে এগিয়ে যেতে পারি।’

সোমবার টেড্রোস বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ও বৈশ্বিক প্রস্তুতি শুধু ভবিষ্যতের বিনিয়োগই নয়, আজকের দিনে কোভিড-১৯ তৈরি স্বাস্থ্য সঙ্কটে আমাদের সাড়াদানের ভিত্তি।

সেলফ কোয়ারেন্টাইনে থেকে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে ডব্লিউএইচও প্রধান বলেন, সপ্তাহের ছুটির দিনগুলোতে ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশে কোভিড-১৯ আক্রান্তের ঘটনা বেড়েছে।

তিনি বলেছেন, খুব বেশি দেরি হয়নি, সুযোগগুলোকে কাজে লাগান। বিশ্ব নেতাদের পদক্ষেপ নেয়ার জন্য আরেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন। জনগণকে নিয়ে একেই উদ্দেশ্যে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =

Back to top button