স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড মিডিয়া সেলের প্রধানকে বদলি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুর রহমান খানকে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে মো. হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (বারটান) প্রেষণে নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে মিডিয়া সেলের প্রধানের পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২৪ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে আহ্বায়ক করে অতিরিক্ত সচিব রীনা পারভীন, যুগ্ম সচিব নিলুফার নাজনীন, মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট আহমেদ লতিফুল হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে সদস্য করে কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের কমিটি গঠন করা হয়।
এর আগে কোভিড-১৯ বিষয়ে মন্ত্রণালয়ের কাজের নানা সমালোচনার প্রেক্ষাপটে গত ৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়। তার জায়গায় নতুন সচিব হিসেবে নিয়োগ পান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান।
স্বাস্থ্য সচিবের বদলির পর গত ৮ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম ও ওষুধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেনকে বদলি করা হয়। তাদের মধ্যে সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয় ও ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।