হজরত আলী (রা.)-এর উদ্দেশে মহানবী (সাঃ)-এর মূল্যবান উপদেশ
৮. আলী! তাওবাকারীর চিহ্ন তিনটি
ক. হারাম থেকে বিরত থাকা। খ. জ্ঞানানুসন্ধানে ধৈর্য ধারণ করা।
গ. তাওবাকারী কখনো পাপের দিকে ফিরে যায় না যেমন দোহানো দুধ আবার স্তনে ফিরে যায় না।
৯. আলী! জ্ঞানী লোকের চিহ্ন তিনটি
ক. দুনিয়াকে তুচ্ছ মনে করা।
খ. সহিষ্ণু হওয়া।
গ. বিপদে ধৈর্য ধারণ করা।
১০. আলী! ধৈর্যশীলের চিহ্ন তিনটি
ক. যে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সে সম্পর্ক রক্ষা করে। খ. যে তাকে বঞ্চিত করে সে তাকে দান করে। গ. যে তাকে জুলুম করে তার প্রতি সে অভিশাপ দেয় না।
১১. আলী! আহমকের চিহ্ন তিনটি
ক. সে আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করে। খ. আল্লাহর জিকির না করে অতিরিক্ত কথা বলে। গ. আল্লাহর বান্দাদের ভুল-ত্রুটি তালাশ করে।
১২. আলী! সৌভাগ্যবান ব্যক্তির আলামত তিনটি
ক. হালাল খাওয়া খ. জ্ঞানীদের সান্নিধ্য গ্রহণ করা। গ. পাঁচ ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে জামাতে আদায় করা।
১৩. আলী! হতভাগা সে
ক. যে হারাম খায় খ. জ্ঞান থেকে দূরে থাকে। গ. একা একা সালাত আদায় করে।
১৪. আলী! নিষ্ঠাবান লোকের চিহ্ন তিনটি
ক. সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়। খ. আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে। গ. যে তার সঙ্গে দুর্ব্যবহার করে সে তার সঙ্গে সদ্ব্যবহার করে।
(আল্লামা আবুল ফজল আব্দুর রহমান আস সুয়ূতি (রহ.)-এর ওসিয়তুন্নবী থেকে অনূদিত)