হাজী সেলিমের ছেলে ও তার দেহরক্ষীর এক বছরের কারাদণ্ড
অবৈধভাবে ওয়াকিটকি এবং বিদেশি মদ রাখার দায়ে সোমবার ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
তার আগে রাজধানীর পুরনো ঢাকায় সোয়ারিঘাটের দেবদাস লেনে ইরফানের বাড়িতে অভিযান চালিয়ে ৩৮টি ওয়াকিটকি এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় অভিযান শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
এর আগে, সোমবার দুপুর থেকে ইরফান সেলিমের চকবাজারের ওই বাড়িতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে।
র্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, বিকালে বাহিনীর একটি দল ইরফানের বাসায় অভিযান চালিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। ওই বাসা থেকে ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদকেও আটক করে তারা।
নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফের ওপর ‘হামলা’র অভিযোগে ইরফান সেলিমের বিরুদ্ধে রবিবার রাতে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়।