হালদার ডলফিন রক্ষার প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমার নির্দেশ
চট্টগ্রামের হালদা নদীর ডলফিন ও অন্যান্য জীব বৈচিত্র রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১৫ দিনের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি গত ২৪ মে জালে আটকা পড়ে নতুন করে মারা যাওয়া ডলফিন সম্পর্কে বিস্তারিত তথ্যও জানতে চেয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ১৯ মে চট্রগ্রামের হালদা নদীর ডলফিন, জীব বৈচিত্র রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করে দেন হাইকোর্ট। ‘হালদা নদীর ডলফিন হত্যা রোধ, প্রাকৃতিক পরিবেশ, জীব বৈচিত্র এবং সকল প্রকার মা মাছ রক্ষা কমিটি’ নামে এই কমিটিতে হালদা তীরের এলাকার সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
কমিটিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে সভাপতি এবং চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার পুলিশ সুপার; নৌ পুলিশ, কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি; জেলা মৎস্য কর্মকর্তা ছাড়াও হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, রাউজান, রামগড় ও মানিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের প্রতিনিধি, জেলা প্রশাসকের মনোনীত দুইজন হালদা গবেষক, দুইজন এনজিও প্রতিনিধি এবং নদী তীরবর্তী উপজেলা চেয়ারম্যানদের কমিটিতে রাখতে বলা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১০ মে হালদা নদী থেকে একের পর এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করা হয়।
গত ১১ মে চট্টগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ এ সকল দেন হাইকোর্ট। পাশাপাশি হালদা নদী থেকে একের পর এক ডলফিন হত্যা বন্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।