আগামী বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি মিলিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, দুই দেশের সরকার প্রধানের বৈঠকে দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ উদ্বোধন হতে যাচ্ছে। এ সময় তাদের মধ্যে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেল সংযোগ দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এরপর থেকেই মালবাহী ট্রেন চলাচল শুরু হবে এবং আগামী মার্চ মাস থেকে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
দুই সরকার প্রধানের বৈঠকে কী কী ইস্যু স্থান পাচ্ছে, সে সম্পর্কে ধারণা দিয়ে তিনি বলেন, বড় ইস্যুগুলোই তুলে ধরা হবে। বিশেষ করে পানি সমস্যা, আমাদের সীমান্ত অনিশ্চয়তা অন্যতম।
‘তাছাড়া স্থল সীমান্ত, সমুদ্রসীমা ও পানি সমস্যা আমরা মোটামুটিভাবে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম হয়েছি। আরো কিছু সমস্যা থাকতে পারে। সেগুলোও আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলবো।’
মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তীও আলোচনায় স্থান পাবে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের বিজয় মানে ভারতেরও বিজয়। এ নিয়ে তাদের যথেষ্ট অহংকারেরও কারণ আছে।