ফুটবল

হৃদযন্ত্রের সমস্যা; তিনমাস খেলতে পারবেন না আগুয়েরো

সার্জিও আগুয়েরো হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ার ঘটনায় বার্সেলোনা সমর্থকদের ভয় ধরিয়ে দিয়েছিল। ক্রিস্টিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাকের স্মৃতি এখনো টাটকা।

গত ইউরো চ্যাম্পিয়নশিপে ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক হয় ডেনিশ মিডফিল্ডার এরিকসেনের। অবস্থা গুরুতর হলে মাঠ থেকেই হাসপাতালে নেয়া হয় তাকে। অনেকটা এরিকসেনের মতো করেই স্প্যানিশ লা লিগায় আলাভেসের বিপক্ষে হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়েন আগুয়েরো।

চিকিৎসকদের বারবার বুকের দিকে ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। অবশ্য বড় ধরনের সমস্যা হয়নি সেদিন।
মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয় আগুয়েরোকে। তবে হাসপাতাল থেকে সুখবর আসেনি বার্সা সমর্থকদের জন্য।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন তিনি। বার্সেলোনা ও আগুয়েরোর জন্য দুঃসংবাদ হয়ে এসেছে আরো একটি খবর। হৃদযন্ত্রের সমস্যার জন্য তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে। এমনকি অনুশীলনও করতে পারবেন না।

অনেক আশা নিয়ে বার্সেলোনায় নাম লেখান আগুয়েরো। বন্ধু ও জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন বলে বার্সার জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নেন। আগুয়েরো এসে দেখলেন মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। আগুয়েরো বার্সেলোনার সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন ইনজুরি সঙ্গী করে। এজন্য বার্সায় আসার পর প্রথম দুই মাস ছিলেন মাঠের বাইরে। ফিট হয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় পেয়ে যান প্রথম গোল। একাদশে নিয়মিত হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। এরপর দূর্ভাগ্য হয়ে এলো হৃদযন্ত্রের সমস্যা। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার আগামী তিনমাস ফুটবল থেকে দূরে থাকবেন। এরপরও মাঠে ফেরা হবে না। তিন মাস পর অবস্থা বিবেচনায় মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন আগুয়েরো।

এমনিতেই মাঠের সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। মাঠের বাইরের সমস্যা তো গত দুই বছর ধরেই রয়েছে। বার্সেলোনার নতুন সংকট আগুয়েরোর মাঠের বাইরে চলে যাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Back to top button