ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার রাজধানীতে যে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঐ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে মোনাজাতের কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
শান্তিনগর মোড় থেকে তোলা এসব ছবিতে দেখা যায়, ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে জুনাইদ বাবুনগরী পরিচালিত মোনাজাতে পুলিশ-জনতা পাশাপাশি শরিক হয়েছে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশ-জনতার পাশাপাশি মোনাজাতে শরিক হবার ছবিগুলো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মাঝে এসব দৃশ্য বেশ সাড়া ফেলে। এমনকি সাধারণ মানুষের পাশাপাশি ছবিগুলো স্বয়ং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও শেয়ার করেছেন।
সোমবারের এ সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানানো হয়। সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে ফ্রান্স দূতাবাস ঘেরাও-পূর্ব বিক্ষোভ সমাবেশে সংগঠনটির মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এ আহবান জানান।
এদিন দুপুর ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষে ফরাসি দূতাবাস অভিমুখে লাখো মুসল্লির মিছিল শুরু হয়। একটি ট্রাকে আরোহণ করে মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও আল্লামা নূর হোছাইন কাসেমী। মিছিলটি শান্তিনগর এলাকায় পৌঁছলে পুলিশি বাধার সম্মুখীন হয়। সেখানে আল্লামা জুনাইদ বাবুনগরী মোনাজাতের মাধ্যমে ঘেরাও কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
এদিকে, ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে জুনাইদ বাবুনগরী পরিচালিত মোনাজাতে পুলিশ-জনতার পাশাপাশি অংশগ্রহণের বেশ কয়েকটি দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসব দৃশ্য নেটিজেনদের কাছে বেশ প্রশংসাও কুড়িয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ছবিগুলো স্বয়ং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও শেয়ার করেছেন।
ফরিদপুরের ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদ মোনাজাতের একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছবিগুলো শেয়ার করে ওবায়দুর রহমান শিবলী নামে একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, কি অসাধারণ দৃশ্য! পেটের দায়ে পুলিশে চাকরি করে বলে মন থেকে না চাইলেও আলেমদের বিরুদ্ধে রাজপথে নেমেছে। তবে নিজ ধর্মের ধর্মীয় বিশ্বাসের সাথে বেইমানী করতে পারেনি। নিজ থেকেই পরম সৃষ্টিকর্তার নিকট হাত তুলে দিয়েছেন। ভালোবাসা।
শাহিন মাহমুদ নামে একজনে লিখেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ নেই। তবে মুসলমান হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি দোয়া বা মোনাজাতে অংশ নিতেই পারে। ছবিটি যে তুলেছেন তাঁকে অসংখ্য ধন্যবাদ।
কামরুল হাসান রাকেশ লিখেছেন, নিঃসন্দেহে আজকের সেরা ছবি। আলহামদুলিল্লাহ। নবীজী (সা.)-এর প্রেমে লাখো জনতা ঢাকার রাজপথে। সঙ্গে দোয়া-মোনাজাতে পুলিশ ভাইয়েরাও অংশ নিয়েছেন।
এদিকে মহানবী হজরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসময় ২৪ ঘন্টার মধ্যে যদি সংগঠনের দাবি পূরণ না হয়, তাহলে আরও বড় ধরনের আন্দোলন সংগঠিত করার হুমকিও দিয়েছে ধর্মীয় এই সংগঠনটি।