হেরোইন নিয়ে ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার ডানহাতি পেসার শেহান মাদুশঙ্কাকে। মাদকবিরোধী মামলারা রায় না হওয়া পর্যন্ত নিষিদ্ধই থাকবেন ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করা এই পেসার।
গত শনিবার নিজের গাড়ির মধ্যে আড়াই গ্রামের কাছাকাছি পরিমাণ হেরোইন নিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন মাদুশঙ্কা। সেই ঘটনার তিনদিন পর আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করে বিবৃতি দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে নিশ্চিত করা হয়েছে নিষেধাজ্ঞার কথা।
অবৈধ মাদক রাখার দায়ে ২৫ বছর বয়সী এই পেসারকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে শ্রীলঙ্কার পান্নালা অঞ্চলের পুলিশ। তাকে পাঠানো হয়েছে দুই সপ্তাহের রিমান্ডে। এর মধ্যেই যেকোন একদিন হাইকোর্টে চালান দেয়া হবে তাকে।
প্রাথমিকভাবে দেয়া নিষেধাজ্ঞায় শাস্তির মেয়াদ জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে আদালতে তার দোষ প্রমাণিত হলে কঠিন শাস্তিই অপেক্ষা করছে। শ্রীলঙ্কা দলের হয়ে ১ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন মাদুশঙ্কা।