আন্তর্জাতিক

হেলমেট পরলেই উপহার পাবেন এক কেজি পেঁয়াজ 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে হেলমেট পরে বাইক চালালেই পুরস্কার হিসেবে মিলছে এক কেজি পেঁয়াজ। সড়কে মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবেই এমন অভিনব পন্থা বেছে নিয়েছে স্থানীয় একটি সংগঠন।

গণমাধ্যম ‘এনডিটিভির’ খবরে বলা হয়, রবিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে শহরটির পাল্লারোডের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নামে একটি কর্মসূচি পালন করেছে পল্লীমঙ্গল সমিতি। যেখানে বাইক চালকদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য সচেতন করা হয়।

এ দিন হেলমেট পরে যারা বাইক চালাননি, তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহারের কথা বলেছে এই সমিতি। একই সঙ্গে যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন, উপহার হিসেবে তাদের সকলকে এক কেজি করে পেঁয়াজ দেওয়া হয়।

জানা গেছে, পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির অভিনব এই উদ্যোগে বাইক চালকরাও ভীষণ খুশি।

বর্তমানে দেশটির বেশিরভাগ স্থানের বাজারে পেঁয়াজের চড়া মূল্য বিরাজ করছে। যার মধ্যে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের বাজারে কেজি প্রতি পেঁয়াজ ২০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Back to top button