করোনাভাইরাসজাতীয়

হয়রানি করলেই বাড়িওয়ালাদের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সারাদেশে করোনাভাইরাস মোকাবিলায় সামনে থেকে যাঁরা যুদ্ধ করছেন, সেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা–সংশ্লিষ্ট কাউকে যদি রাজধানী ঢাকাসহ সারা দেশের কোনো বাড়িওয়ালা বা ব্যক্তি কোনো ধরনের হয়রানি করেন, তবে তাঁদের বাসার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার মুঠোফোনে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এসে মানুষকে সেবা দিচ্ছেন, সেই চিকিৎসকদের কোনো রকম হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। এরপরও আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হয়রানি করছেন কিছু বাড়িওয়ালা।
কেউ বাড়ি ছেড়ে দিতে বলছেন, কাউকে চাকরি ছেড়ে বাসায় বসে থাকতে বলছেন। যাঁরা এই ভয়াবহ মহামারির সময় নিজের জীবন তুচ্ছ করে লড়াই করছেন, তাঁদের যখন অভিবাদন জানানোর কথা, সেটি না করে উল্টো হয়রানি করা হচ্ছে। এমন ধরনের বাড়িওয়ালার বিষয়ে আমাদের পরিষ্কার সতর্কবার্তা হলো, যদি কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী হয়রানির অভিযোগ করেন, তাহলে ওই সব বাড়িওয়ালার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’
গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেওয়া হটলাইনে কল করে হয়রানির কথা জানাতে হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
তিনি বলেন, ‘অনেক এলাকায় কিছু মুরব্বি দাঁড়িয়ে গেছেন। তাঁরা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এলাকায় প্রবেশের ওপর নানা রকম বিধিনিষেধ জারি করছেন। আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যবিধি মেনেই মানুষকে সেবা দিচ্ছেন। অহেতুক আতঙ্ক না ছড়ানোর জন্য তিনি অনুরোধ করেন। তবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যদি কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো এলাকায় হয়রানি করেন, তাহলে তাঁর বাড়ির বিদ্যুৎ ও গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’
তাঁর মতে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ছাড়াও করোনার এই মহামারির সময় অনেকে জরুরি সেবা দিচ্ছেন। তাছাড়া সংবাদকর্মীরা রাত–দিন পরিশ্রম করছেন যথাযথ তথ্য সরবরাহের জন্য। এ রকম জরুরি সেবা প্রদানকারী কারোর বিরুদ্ধে কোনো বাড়িওয়ালা বা ব্যক্তি হয়রানি করলে তাঁর বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেছেন, হয়রানি করলে সিটি করপোরেশন বাড়ির বর্জ্য বা ময়লা নেবে না। আর আমরা বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার পরিষ্কার বার্তা পাঠাচ্ছি কিছু বাড়িওয়ালা ও ব্যক্তির জন্য।’
নসরুল হামিদ বলেন, পরিস্থিতি মোকাবিলার জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব রকম চেষ্টাই করেই যাচ্ছে। সুনাগরিকের দায়িত্ব হলো, সরকারকে সহযোগিতা করা। সেটি না করে যাঁরা উল্টো স্বাস্থ্যসেবা সংকটে ফেলার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে সরকার কঠোর হতে দ্বিধা করবে না। (সূত্র: প্রথম আলো)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Back to top button