ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে দশ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বানিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতকাল রাত থেকে পদ্মায় কুয়াশা বাড়তে থাকে। পরে রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে, দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। এরপর আজ সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন।
ফেরি চলাচল শুরু হলে যানবাহনের শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।