১০ মাসের শিশু আবিরের করোনা জয়!
হাসপাতালে ১১ দিন চিকিৎসা শেষে মহামারি করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে উঠেছে চট্টগ্রামের ১০ মাসের শিশু আবির। শনিবার বিকালে বাড়ি ফিরেছে সে।
শিশু আবির চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা। সে মায়ের সাথে হাসপাতালে ছিল।
জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘আজ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে শিশু আবিরকে ছেড়ে দেয়া হয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ। তার নমুনা দুবার পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসার পর আমরা তাকে বাড়ি চলে যেতে ছাড়পত্র দিয়েছি। এছাড়া, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তার বাড়ি মহানগরীর উত্তর কাট্টলী এলাকায়।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশু আবিরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চেকআপ করেন। সে পুরোপুরি সুস্থ রয়েছে।’
এদিকে, শিশুটি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল তা রহস্যই থেকে গেছে। পরিবার এবং চিকিৎসক কেউ তার করোনা আক্রান্ত হওয়ার রহস্য উন্মোচন করতে পারেনি।
শিশুটির মা রুমা আক্তার জানান, তার পরিবারের কোনো বিদেশফেরত সদস্য নেই। শিশুটির বাবা প্রবাসী হলেও তিনি গত এক বছরে দেশে ফেরেননি। এমন কি এলাকার কারও সংস্পর্শে যায়নি শিশুটি। আত্মীয়দের মধ্যেও কারও সংক্রামক নেই।
একই দিনে আরও একজন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনার চিকিৎসা দেয়া দুটি হাসপাতাল থেকে মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।