ধর্ম ও জীবন

১০ মাসে কোরআন মুখস্থ করল ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ৯ বছরের শিশু জান্নাতুল ফেরদাউস

জান্নাতুল ফিরদাউস। বয়স মাত্র ৯ বছর। ঢাকার লালমাটিয়ায় অবস্থিত Wheaton International (ওয়েটন ইন্টারন্যাশনাল) ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড টু-এর ছাত্রী। প্রবল মেধা ও মুখস্থবিদ্যার অধিকারি জান্নাতুল ফেরদাউস মাত্র ১০ মাস সময়ের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হলেও জান্নাতুল ফিরদাউস হেফজ শাখায় খুব মনোযোগী শিক্ষার্থী ছিল বলে জানান তার শিক্ষক আনোয়ার মাহমুদ।

ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের আরবী শিক্ষা শাখার বিভাগীয় প্রধান মাসুম বিল্লাহ বলেন, ওয়েটন স্কুলে গত দু’বছরে আমাদের ১৮ জন হিফজুল কোরআন শিক্ষার্থী কুরআন মুখস্থ শেষ করেছে, কিন্তু জান্নাতুলের মত এত অল্প বয়সে এত অল্প সময়ে কেউ করতে পারেনি। আল্লাহ নিশ্চয় ওর মধ্যে বিশেষ কোন মেধা দিয়েছেন। আমরা ওর সাফল্যে সত্যিই গর্বিত। মাসুম বিল্লাহ আরো বলেন, সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল যখন বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন আমাদের অনলাইনে হিফজ ক্লাসগুলোও জান্নাতুল অত্যন্ত মনোযোগের সঙ্গে করায় দ্রুত পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে।

শিশু জান্নাতুল ফিরদাউসের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তার বাবা কামাল পাশা একজন গণমাধ্যমকর্মী। তিনি বৈশাখী টিভিতে কর্মরত আছেন, মা রাফিয়াতুল জান্নাত একজন গৃহিনী।

জান্নাতুল ফিরদাউসের পিতা কামাল পাশা জানান, ওয়েটন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে বিনামূল্যে বিদেশি ভাষা শেখানোর সুযোগ রয়েছে। তাই সুযোগটা নিতে মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। কঠোর প্রচেষ্টায় মাত্র ১০ মাসেই সে পবিত্র কোরআন মুখস্ত করে ফেলে, যার অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে লকডাউনের মাঝে। এজন্য ওয়েটন স্কুল কর্তৃপক্ষের কর্মপন্থা ও সহযোগিতার প্রশংসা করেন জান্নাতুলের বাবা।

জান্নাতুল ফিরদাউস ভবিষ্যতে আর্কিটেক্ট হতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =

Back to top button