১০ শর্তে নন-ক্যাডার পদে ৭৭ জন প্রকৌশলী নিয়োগ
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি শিক্ষা মন্ত্রণালয় তাদের মধ্য থেকে ৭৭ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়েছে।
গতকাল (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত একটি আদেশে তাদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর দেশের বিভিন্ন বিভাগে পদায়ন দেয়া হয়েছে।
দশটি শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে ২২,০০০-৫৩,০৬০ (৯ম গ্রেড) বেতন প্রচলিত অন্যান্য ভাতা পাবেন। নিয়োগপ্রাপ্তরা বুনিয়াদি প্রশিক্ষণ নিতে পারবেন। দুই বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকার পর সব শর্তপূরণ করার শর্তে চাকরি স্থায়ী হবে।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান ৭৭ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে । তিনি বলেন, “করোনা মহামারির মধ্যে ৭৭ জন সহকারী প্রকৌশলীর এই বিশাল নিয়োগ দেওয়ায় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, সচিবকে ধন্যবাদ। এ দফতরের জনবল সংকট চলছে। এ নিয়োগ জনবল সংকট কিছুটা হলেও লাঘব হবে।”