Lead Newsদেশবাংলা

১২টি তালা কেটে গৃহবধূকে উদ্ধার

তিন দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে ২ সন্তান নিয়ে উদ্ধার হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের গৃহবধূ ফাতেমা জান্নাত।

গতকাক (১০ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তালা কেটে তাদেরকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ১০ বছর আগে ঢাকায় থাকা অবস্থায় প্রেমের সম্পর্কের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুল কাদের লিটন ওরফে লিটন মুন্সি ভালবেসে বিয়ে করেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা মৃত আমির হুদা ফাতেমা খাতুনকে। বিয়ের পর তাদের দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্মের পরই স্বামী আব্দুল কাদের লিটন সৌদি আরবে চলে যায়।

সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসে নানা অপবাদে গৃহবধূ ফাতেমা জান্নাত এর ওপর নির্যাতন শুরু করে লিটন মুন্সি।

এছাড়াও পরিবারের অন্যদের সহযোগিতায় যৌতুকের টাকা দাবি করে। নির্যাতন সইতে না পেরে গৃহবধূ ফাতেমা জান্নাত ঝিনাইদহের আদালতে যৌতুক নিরোধ আইনের আওতায় মামলা করেন। মামলা করার কারণে ক্ষিপ্ত হয় স্বামী, তার ভাই, ভাগ্নি ও ভাগ্নি জামাই গত ৩ দিন আগে তারা গৃহবধূ ফাতেমা জান্নাতকে ঘরে অবরুদ্ধ করে ঘরের বাইরের ফটকে ১২টি তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

ফাতেমা জান্নাত অভিযোগ করেন, তার স্বামী আব্দুল কাদের লিটন এর আগেও আরও একটি স্ত্রীকে একইভাবে নির্যাতন করে তালাক দিয়েছে।

জানতে চাইলে, মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘মেয়েটি আসলে অসহায়। আমি তাদের মধ্যে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ভুক্তভোগী ফাতেমা জান্নাতকে আইনের আশ্রয় নিতে বলেছি।’

এদিকে শনিবার বিকেলে সংবাদকর্মীরা নির্যাতিতার বাড়িতে গিয়ে সংবাদ সংগ্রহ করার পর ফিরে এলে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তালা কেটে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এমন ঘটনার কথা আমি শুনে ঘটনা স্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তালা কেটে তাকে উদ্ধার করা হয়েছে। আপাতত গৃহবধূ ফাতেমা জান্নাতকে তার ভাসুরের বাড়ীতে থাকার জন্য বলেছি। তাকে সকল প্রকার আইনি সহযোগিতা করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Back to top button