১৭৪টি দেশের মধ্যে রোবোটিক্স অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ
করোনার কারণে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশের জন্য সুখবর এনে দিয়েছেন একদল শিক্ষার্থী। ১৭৪টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে’ চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এটি সবচেয়ে বড় রোবোটিক্স প্রতিযোগিতা।
আজ রোববার সুখবরটি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে প্রতিযোগিতাটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এবং সেখানে ১১৭ পয়েন্ট পেয়ে টিম বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে চিলি ও আলজেরিয়া এবং ভারত হয়েছে পঞ্চম।
প্রতিযোগিতাটি গত ১ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে জানিয়ে তিনি বলেন, উক্ত সময়ের মধ্যে বিভিন্ন ধাপ ও বিচিত্র সব চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কেবল এক সপ্তাহ ছাড়া পুরো সময়জুড়েই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টিম বাংলাদেশ। ১৭৪টি দেশের মধ্যে আমাদের তরুণ শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেক বড় অর্জন।
তরুণদের জন্য এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি বলেন, আমাদের তরুণরা গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াডে ভালো করছে। সেই ধারাবাহিকতায় ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জেও চ্যাম্পিয়ন হলো।
প্রসঙ্গত, ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম বা স্টেম) এই চারটি বিষয় প্রাধান্য দেয়া হয়ে থাকে। এতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকেন। এটি রোবোটিক্সের অলিম্পিক হিসেবেও পরিচিত।
যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতাটির প্রথম আসর বসে ২০১৭ সালে, মেক্সিকোতে দ্বিতীয় আসর ২০১৮ সালে ও তৃতীয় আসরটি বসে দুবাইয়ে ২০১৯ সালে। গতবারের তৃতীয় আয়োজনে বাংলাদেশ সপ্তম স্থানে ছিল। ভার্চুয়ালি আয়োজিত এবারের চতুর্থ আয়োজনে সর্বোচ্চ সাফল্য পেল টিম বাংলাদেশ।