Breakingআইন ও বিচার

২০১৩ সালের মামলায় মুফতি সাখাওয়াতসহ হেফাজতের তিন নেতা রিমান্ডে

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন নেতাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার একটি আদালত পল্টন থানার নাশকতার মামলায় বৃহস্পতিবার তাদের রিমান্ড নেয়ার পুলিশের আবেদন মঞ্জুর করে।

এর আগে বুধবার ইফতারের কিছুক্ষণ পূর্বে লালবাগের নিজ বাসার সামনে থেকে গ্রপ্তার করা হয় হেফাজত নেতা ও ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে। সাখাওয়াত হোসাইন রাজী মুফতি ফজলুল হক আমিনীর মেয়ে জামাই।

বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে।

সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের ঘটনায় রাজধানীর একাধিক থানায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তারর দেখানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি মুফতি শরিফউল্লাহ। ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলাটি হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =

Back to top button