বিবিধ

২১০০ সালে পৃথিবীর জনসংখ্যা ২০০ কোটি কমে যাবে

পৃথিবীর জনসংখ্যায় বড় ধরণের পরিবর্তন আসতে পারে ২১০০ সালে। ৮০ বছর পর পৃথিবীতে মানুষের সংখ্যা ২০০ কোটি কমে যাবে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার বিশ্বের সবচেয়ে পুরোনো মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য প্রকাশ করেছে।

নিবন্ধে দেখা যায়, ২১০০ সালে ইতালি, জাপান, পোলান্ড, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, স্পেন, থাইল্যান্ডসহ ২০টিরও বেশি দেশে জনসংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে। 

চীনের জনসংখ্যাতেও বড় ধরনের পরিবর্তন ঘটবে এ সময়। পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটিতে মানুষের সংখ্যা ১.৪ বিলিয়ন। আগামী ৮০ বছর পর সেটি কমে ৭৩০ মিলিয়নে দাঁড়াবে।

এই শতাব্দীর শেষে ৮.৮ বিলিয়ন মানুষের বসবাস থাকবে পৃথিবীতে। যা জাতিসংঘের বর্তমান পরিসংখ্যান থেকে ২০০ কোটিরও কম।

অভিবাসীদের ঢল আটকে দেওয়ার কারণে ১৯৫টির দেশের মধ্যে ১৮৩টিতেই জনসংখ্যার স্তর বজায় রাখতে প্রয়োজনীয় প্রতিস্থাপন সীমা কমে যাবে।

অপর দিকে সাব সাহারা আফ্রিকায় জনসংখ্যা তিনগুণ বেড়ে দাঁড়াবে তিন বিলিয়ন। এককভাবে নাইজেরিয়াতেই জনসংখ্যা হবে ৮০০ মিলিয়ন এবং ভারতের এক ১.১ বিলিয়ন।

গবেষণাপত্রটির প্রধান লেখক হচ্ছেন ওয়াশিংটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইএমই) এর ডিরেক্টর ক্রিস্টোফার মারে।

তিনি বলেন, জনসংখ্যার পরিবর্তনের এই পূর্ভাবাস পরিবেশের জন্য সুসংবাদ। এতে খাদ্য উটপাদন ব্যবস্থায় চাপ কমে যাবে, কার্বণ নিঃসরণ হ্রাস পাবে। পাশাপাশি সাব সাহারান আফ্রিকার কোনো কোনো দেশের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =

Back to top button