২১ মাদক কারবারির আত্মসমর্পন
কক্সবাজারের টেকনাফে ২১ মাদক কারবারি আত্মসমর্পণ করেছেন। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ কলেজ মাঠে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছে তারা আত্মসমর্পন করেন।
এসময় যারা আত্মসমর্পণ করেন তারা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের নুর মোহাম্মদ, ইমাম হোসেন, হোয়াইক্যং উত্তরপাড়ার ফরিদ আলম, মহেশখালীয়াপাড়ার শাহাদাত হোছাইন, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার বাসিন্দা মোহাম্মদ রিদওয়ান ও তার ভাই আব্দুর রাজ্জাক, বশির আহমদ, আব্দুল আমিন আবুল, আবুল কালাম, মৌলভীপাড়ার মোহাম্মদ রাসেল ওরফে হাজি রাসেল, ফজল করিম, সাবরাং ইউনিয়নের লেজির পাড়ার মোহাম্মদ ইদ্রিস, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ার আবু তৈয়ুব ওরফে মধু, মাঠপাড়ার মোহাম্মদ জাহেদ, খয়রাতিপাড়ার মোহাম্মদ সাদ্দাম, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার আব্দুল নূর, লামার বাজারের মোহাম্মদ ইসমাঈল, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার আব্দুল গফুর, সাবরাং সিকদারপাড়া মোহাম্মদ হোসেন কালু, হ্নীলা ইউনিয়নের উলুচামোরি কোনারপাড়ার মিজানুর রহমান।
কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত ও কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মসমর্পন অনুষ্ঠানে আরো ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইমস) মো. জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।
আত্মসমর্পণ অনুষ্ঠান উপলক্ষে বিকাল ৩টার দিকে টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ মাঠে মাদক কারবারিদের আনা হয়। তাদের দেখতে শত শত মানুষ সেখানে ভিড় করেন।