২২শে ফেব্রুয়ারি আসছে করোনা টিকার দ্বিতীয় চালান
ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা ভাইরাস প্রতিসেধক টিকার দ্বিতীয় চালান আগামী ২২শে ফেব্রুয়ারি আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আজ সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পাপন বলেন, আগামী ২২শে ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না। পাপন বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, এ টিকা হলো সবচেয়ে নিরাপদ টিকা।
কার্যকারিতা আছে তবে সবচেয়ে বড় গুণ হলো এ টিকা নিরাপদ। গত ২০ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হয়। গতকাল (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত নয় লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন।