Lead Newsক্রিকেটখেলাধুলা

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা

লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম-মুশফিকরা। সফরের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ফ্লাইট ধরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

গত জুলাইয়ে এই সফরটি হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে পিছিয়ে তা অক্টোবরে নেওয়া হয়েছে। গতকাল বুধবার এক বৈঠকে এসব সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। নিজেদের মধ্যে আলোচনা শেষে, সফরের সম্ভাব্য সময় জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আসন্ন সফর নিয়ে আকরাম খান বলেন, ‘সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে ক্যাম্প করব আমরা। দেশে হয়তো ১০-১২ দিন অনুশীলন করে আমরা এইচপি (হাই পারফরম্যান্স) দলকে নিয়ে শ্রীলঙ্কা চলে যাব। সেখানে প্রায় ২০-২৫ দিন আমরা একসঙ্গে অনুশীলন করব। আগামী ২৪ অক্টোবর আমাদের খেলা আছে। সেপ্টেম্বরের শুরুতে কোচদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব আমরা।’

কয়েক দফায় কোভিড-১৯ পরীক্ষা করেই দল সাজাবে ক্রিকেট বোর্ড। আকরাম খান বলেন, ‘আপাতত হোটেলের কথা চিন্তা করেছি। আমরা দুই-তিনবার টেস্ট করাব। এটা নিয়ে আমাদের আরো পরিকল্পনা আছে। আমরা পরে জানিয়ে দিব। ওখানে যাওয়ার আগে ৭২ ঘণ্টার মধ্যে আসা একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে গেলে তারাও পরীক্ষা করাবে। কতদিন থাকতে হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। আপাতত কলম্বোর কথা বলেছে ওরা আমাদের। এখনো সময় আছে, আর যেহেতু কলম্বোতে সুযোগ-সুবিধা ভালো, হাসপাতাল থেকে সবকিছু উন্নত মানের আছে। এসব আসলে আলাপ-আলোচনার মধ্যে আছে। তবে আপাতত পরিস্থিতি এমন থাকলে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি অনুশীলন শুরু করব।’

করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ক্রিকেটাররা। লম্বা বিরতির পর মাঠে ফেরা ক্রিকেটারদের জন্য কঠিন পরীক্ষা বলে মনে করেন আকরাম, ‘যেকোনো সিরিজ বা সফরে তিনটি টেস্ট খেলা দারুণ কিছু। তবে এবার আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ আমরা চার-পাঁচ মাস ধরে একেবারে মাঠের বাইরে। মাঠে যারা খেলবে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। তাদের প্রস্তুতির জন্য আমরা সেরা পরিকল্পনা তৈরি করেছি। আশা করছি, পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারব। শ্রীলঙ্কা সফরে প্রথম তিন সপ্তাহের খরচ আমরা বহন করব। সেটা এইচপি দলেরও। আমাদের এইচপি দলেরও শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল জুলাইয়ে। ওই সফরটা পিছিয়ে এখন আয়োজন হচ্ছে। দুই দল একসঙ্গে সফর করবে এবং ওখানে শুরুতে একসঙ্গে অনুশীলন ও ম্যাচ খেলবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =

Back to top button