শিক্ষাঙ্গন

৩০ মার্চের আগেই টিকা নিতে হবে প্রাথমিক শিক্ষকদের

আগামী ৩০ মার্চ দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে তার আগেই দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

গতকাল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয় খোলার প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নিতে কক্সবাজার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তিনি টিকা নেওয়ার পাশাপাশি সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে বলেন।

প্রতিমন্ত্রী কক্সবাজারে সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তুতি পরিদর্শন করেন।

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণ নির্দেশনা এরইমধ্যে সারাদেশে সব শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এই নির্দেশিকা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্বব্যাংক, সিডিসি অনুসরণ করে এই নির্দেশনা প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা প্রতিপালন করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করে, তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের আসন বণ্টনের ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় পর পর নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়া, প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং হাঁচি-কাশির শিষ্টাচার পালন করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =

Back to top button