আন্তর্জাতিককরোনাভাইরাস

৩৩৩৮ করোনা রোগী নিখোঁজ, উদ্বিগ্ন নগর কর্তৃপক্ষ

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে কোভিড-১৯ আক্রান্ত তিন হাজার ৩৩৮ জন রোগীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিপুল সংখ্যক করোনা রোগীর হদিস না মেলায় বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে বেঙ্গালুরু নগর কর্তৃপক্ষ। এসব মানুষের মাধ্যমে ভাইরাসটির বিস্তার নিয়ে শঙ্কিত তারা।

এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে খবরটি প্রকাশ করে বলা হচ্ছে, বেঙ্গালুরু মহানগর কর্তৃপক্ষ (বিবিএমপি) জানিয়ে জানিয়েছে, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে তাদের সকলেই কোভিড-১৯ পজিটিভ। যত দ্রুত সম্ভব চিহ্নিত করে আইসোলেশন করে রাখা হবে বলে বিবিএমপি।

তবে এর পেছনে প্রশাসনিক গাফিলতি রয়েছে বলে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি সামনে আসার পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের কর্নাটক রাজ্যে করোনা পরিস্থিতি খুব খারাপ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে এমন ঘটনায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে নগর কর্তৃপক্ষকে।

তবে নগর কর্তৃপক্ষের দাবি, কোভিড আক্রান্ত যে সব রোগীর হদিস পাওয়া যাচ্ছে না, তারা নিজেদের সঠিক তথ্য দিতে অস্বীকার করায় এমনটা হয়েছে। বিবিএমপি’র কমিশনার মঞ্জুনাথ প্রসাদ বলেছেন, ‘এই আক্রান্তরা যখন পরীক্ষার জন্য গিয়েছেন, সেখানে প্রয়োজনীয় নথিতে ভুল ঠিকানা, নাম এমনকি ভুল ফোন নম্বর দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘নিখোঁজ এসব করোনা রোগীর দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ করতে গিয়ে দেখা গেছে, ওই নামের কোনো ব্যক্তি সেই এলাকাতেই থাকেন না। ফলে বিপত্তি আরও বেড়েছে। তবে তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। চিহ্নিত হলেই তাদের আইসোলেশনে পাঠানো হবে।’

কর্নাটকে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই বেঙ্গালুরের বাসিন্দা। বিবিএমপি বলছে, সেই উদ্বেগ আরও বাড়িয়েছে আক্রান্তদের ভুল পরিচয় দেওয়ার বিষয়টি। পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে, যত দ্রুত সম্ভব নিখোঁজ এসব আক্রান্তদের খুঁজে বের করা হবে। ইতোমধ্যে সেই কাজ শুরুও হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 19 =

Back to top button