ধর্ম ও জীবন

৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন দেওবন্দের মুহাদ্দীস আল্লামা আরশাদ মাদানি

ভারত উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী তিন দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে তাকে স্বাগতম জানান আলেমদের বিশাল এক কাফেলা। কাফেলায় ছিলেন বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মুনীর হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, আরজাবাদ মাদরাসার মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, চট্টগ্রামের মাওলানা মুহসিন হোসাইন, মাওলানা এনাম ‍হোসাইনসহ আরো অনেক উলামায়ে কেরাম।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ মাগরিব আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. এর প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারায় দস্তারবন্দী ও খতমে বুখারী মাহফিলে উপস্থিত থেকে বুখারী শরিফের শেষ দরস ও দোয়া পরিচালনা করবেন।

আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়বেন মাদানি নগর মাদরাসায়। এরপরে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া পরিচালিত জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাদাবাদ মাদরাসায়ও দস্তারবন্দী ও খতমে বুখারীতে উপস্থিত থাকবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =

Back to top button