২০২০-২১ অর্থবছরের বাজেটকে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ঋণ নির্ভর বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
রোববার জাতীয় সংসদে চলতি ২০২১-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অর্থমন্ত্রীর বাজেটের শিরোনাম শুনতে ভালো লাগে। কিন্তু বাইরে এর প্রতিক্রিয়া ভালো নয়। নতুন অর্থ বছরের ছয় লাখ ৩ হাজার কোটি টাকার বাজেট বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নির্ভর। এই ঋণ নির্ভর বাজেট ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ।
এত ব্যাপক ঋণ নির্ভর বাজেট অতীতে কোনো সরকারের আমলে হয়নি। চলতি বছরের বাজেট অবাস্তব। করোনাকালে যে বাজেট দেওয়া দরকার ছিল সরকার তা দিতে পারেনি।
সরকারের নীতি ও ভুল সিদ্ধান্তের কারণে জনদুর্ভোগ ও মানুষের ভোগান্তি বেড়েছে বলেও মন্তব্য করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য।