কনে রেখেই পালালেন প্রবাসী বর
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোক জমায়েত করে নওগাঁর ধামইরহাটে বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নের বড়পুকুর গ্রামে বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া মেয়ের বাবা ফেরদৌস হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ধামইরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া জানান, শুক্রবার বিকেলে ফেরদৌস হোসেন তার মেয়ের (১৫) সঙ্গে পাশের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি আরব প্রবাসী আবু সাঈদের (৩০) বিয়ের আয়োজন করেন। মেয়েটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
নির্ধারিত সময়ে বরপক্ষ লোকজন নিয়ে বিকেলে মেয়ের বাড়িতে উপস্থিত হয়। সেখানে জনসমাগম করে বিয়ের আয়োজনের খবর পেয়ে তিনি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়েই বরপক্ষ বিয়ে না করেই কনে রেখে আগে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে লোক জমায়েত করার অপরাধে মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান হোসেন, ইউপি সদস্য আজাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।