Lead Newsজাতীয়

একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে নতুন নিয়ম

তিটি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে পারবে সর্বোচ্চ ৫ জন

করোনার কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন করে শ্রদ্ধা জানাতে পারবে।

গতকাল অমর একুশে উদ‌যাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের এ সভায় ওই দিন শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ‌যাপনে কমিটি গঠন করা হয়েছে। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়ক ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্যসচিব করা হয়েছে এ কমিটির।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ‌যাপনে কমিটি গঠন করা হয়েছে। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়ক ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্যসচিব করা হয়েছে এ কমিটির।

কেন্দ্রীয় সমন্বয় কমিটির পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অমর একুশে উদ‌যাপনে আরো কয়েকটি উপ-কমিটি করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

আরও খবর পেতে দেখুনঃ ইতিহাসের ডায়েরীর কথা দৈনিক খাদ্য তালিকায় যা থাকা উচিৎ

21st February, 21st February

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =

Back to top button