Lead Newsআন্তর্জাতিক

শরিয়াহ আইন বাস্তবায়নের নির্দেশ দিলেন তালেবান সরকার প্রধান

আফগানিস্তানের ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারকে ‘শরিয়াহ আইন’ বাস্তবায়ন করতে বলেছেন ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের।

সরকারের প্রধান করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে। উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার ও আবদুল সালাম হানাফি। স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে।

গেলো ১৫ আগস্ট আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি আখুন্দজাদাকে। তবে গতকাল তিনি একটি বিবৃতি দিয়েছেন। তালেবানের ক্ষমতা দখলের পর এই প্রথম আখুন্দজাদা কোনো বিবৃতি দিলেন।

আখুন্দজাদার ইংরেজিতে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, “আমি দেশবাসীকে এটা নিশ্চিত করতে চাই যে ইসলামিক আইন ও শরিয়াহ আইন বাস্তবায়নে এ সরকার কঠোর পরিশ্রম করে যাবে। ভবিষ্যতে আফগানিস্তানের সব কর্মকাণ্ডই পরিচালিত হবে শরিয়াহ আইন অনুসারে। তালেবানের নতুন সরকার দেশটিতে দীর্ঘ মেয়াদে শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য কাজ করে যাবে।”

আফগানদের উদ্দেশে তালেবানের সর্বোচ্চ নেতা বলেন, “তাদের উচিত হবে না দেশ ছেড়ে চলে যাওয়া। কারও সঙ্গে ‘ইসলামিক প্রজাতন্ত্রের’ কোনো সমস্যা নেই।”
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছেন আখুন্দজাদা। আর এই কাজে সবাইকে শামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্রঃ এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Back to top button