বরখাস্ত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী
মহামারি করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। এরইমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ২ হাজার। এমন সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তাকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
সংবাদ সংস্থা আল জাজিরার খবরে জানা যায়, করোনাভাইরাস মহামারি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে বোলসোনারো তাকে বরখাস্ত করেছেন। তবে এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতাসম্পন্ন চিকিৎসক ও রাজনীতিবিদ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলার আহ্বান জানিয়ে জনগণের সমর্থন পেয়েছেন।
খবরে আরো জানা যায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসকে বিশ্বের অন্যান্য দেশের মতো মহামারি হিসেবে বিশেষ গুরুত্ব দিয়েছেন। জনগণকে সামাজিক দূরত্ব, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার মতো সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট স্বাস্থ্যমন্ত্রীর এমন পদক্ষেপে খুশি হননি। তিনি এ ভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলে মন্তব্য করেন। এমনকি ম্যালেরিয়ার ওষুধ দিয়ে করোনাভাইরাস ভালো হবে এই ঘোষণা দেন এবং মানুষকে খেতে বলেন। তার এমন সিদ্ধান্তেরও বিরোধিতা করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, বিশ্বের আর কোথাও ম্যালেরিয়ার ওষুধ দিয়ে করোনার চিকিৎসা হচ্ছে না। এটা কোনো ভালো সিদ্ধান্ত নয়।
জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রীর কথায় যেসব আঞ্চলিক গভর্নর লকডাউন দিয়েছেন, তাদের আক্রমণ করেছেন বোলসোনারো। গত রোববার স্বাস্থ্যমন্ত্রী এক টিভি সাক্ষাৎকারে সরকারকে সংকট মোকাবিলায় সমন্বিত সুরে কথা বলায় তার বিরুদ্ধে খেপে যান বোলসোনারো। তিনি লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
প্রেসিডেন্ট বোলসোনারো মনে করছেন আর্থিক ক্ষতি ও করোনাভাইরাস দুটি অসুখ। একটির চিকিৎসা করে অন্যটিকে অবহেলা করা যাবে না।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বোলসোনারো বলেছেন, জীবন অমূল্য। তবে অর্থনীতি ও চাকরির বিষয়টি স্বাভাবিক অবস্থায় ফেরা উচিত।
করোনাভাইরাস সংকটের প্রতিক্রিয়ায় বোলসোনারোর এমন সিদ্ধান্তের জন্য ব্রাজিল এবং এর বাইরের অন্যান্য দেশের চিকিৎসা ও বৈজ্ঞানিক সংস্থাগুলো তাকে বিপজ্জনক দায়িত্বজ্ঞানহীন বলে অভিযোগ করেছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮১৫ জন। প্রাণ হারিয়েছে ১৬৭ জন।