Lead Newsবিবিধ

মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি!

মাত্র ১০০ টাকায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য মনোনীত হয়েছেন সিলেট জেলার ৩৪৮ জন চাকরিপ্রত্যাশী। এদের মধ্যে ২৯৭ জন পুরুষ এবং ৫১ জন নারী চাকরি পেয়েছেন।
সিলেট জেলা পুলিশের জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আনিছুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৯ জুন সিলেট জেলা পুলিশ লাইন্সে টিআরসি) নিয়োগের জন্য প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারী প্রায় সাড়ে চার হাজার প্রার্থীর মধ্য হতে শারীরিক মাপ ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই শেষে ১ হাজার ৪২১ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
৩০ জুন সিলেট পুলিশ লাইন্স স্কুল ও সরকারি আলীয়া মাদ্রাসা কেন্দ্রে এ সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধারভিত্তিতে লিখিত পরীক্ষায় খাতা মূল্যায়ন শেষে ৩ জুলাই সিলেট জেলা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই দিন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রাথমিক বাছাই (শারীরিক, লিখিত ও মৌখিক) এর ফলাফল ঘোষণা করা হয়। যার মধ্যে ২৯৭ জন পুরুষ, ৫১ জন নারীসহ মোট ৩৪৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা হতে প্রেরিত একজন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা টিআরসি নিয়োগের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
ফলাফল প্রকাশের পর সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করছি’। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা মৌলিক প্রশিক্ষণ শেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করবে মর্মে আশা প্রকাশ করেন তিনি।
জানা যায়, নিয়োগ পরীক্ষার আগ থেকেই সর্তক ছিল পুলিশ। দালালরা যাতে চাকুরি প্রার্থীদের প্রতারিত করতে না পারে সে জন্য বিভিন্ন থানায় মাইকিংও করা হয়। অবশেষে অনিয়মের কোন অভিযোগ ছাড়াই সিলেটে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। সরকারি খরচ মাত্র ১০০ টাকায় পুলিশে চাকুরির জন্য মনোনীত হন উল্লিখিত ৩৪৮ জন।

 

 

আরও নতুন খবর পেতে দেখুনঃ প্রবাস বাংলা নিউজ  –ক্যারিয়ার বাংলা নিউজ

Breaking News 24, Breaking News 24, Breaking News 24

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =

Back to top button